ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

সম্মেলনের ছয় মাস পর মানিকগঞ্জে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন। এর আগে সম্মেলনে সভাপতি হিসাবে আফরোজা খান রিতা এবং সাধারণ সম্পাদক হিসাবে এস এ জিন্নাহ কবীরের নাম ঘোষণা করা হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে অনুমোদন দেয়া এই কমিটিতে ১৫ জন সহ-সভাপতি, ছয়জন যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ৭৭ জন নির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে ১৫৯ জনের নাম ঘোষণা করা হয়।

চলতি বছরের ১৫ মার্চ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্মেলনের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক পদে এস এ জিন্নাহ কবীর নির্বাচিত হন।

বি.এম খোরশেদ/এফআরএম/জেআইএম