শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাসাইল উপজেলা আ’লীগ সম্পাদক বহিষ্কার
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান গাউসকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একসঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক আল মামুন খান নবুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়। সে সভায় গত ২১ সেপ্টেম্বর বাসাইল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক আলোচনা করে মতিউর রহমান গাউসকে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেখানে তিনি দলীয় পরিচয় দিতে পারবেন না নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে মতিউর রহমান গাউস বলেন, আমি একজন দলের ত্যাগী নেতা। গত উপজেলা নির্বাচনে শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক থেকে মনোনয়ন দিয়েছিলেন। নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছি। কিন্তু নৌকার বিরুদ্ধে তৎকালীন বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম আনারস প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের সক্রিয় ভূমিকায় কাজী অলিদ জয়লাভ করেন।
তিনি বলেন, সামনে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। আমি যাতে পুনরায় সাধারণ সম্পাদক হতে না পারি এ জন্য কোনো কারণ ছাড়াই দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি দেয়ার আগে আমাকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। তাছাড়া জেলা আওয়ামী লীগ আমাকে দল থেকে অব্যাহতি ও বহিষ্কার করতে পারেন।
বাসাইল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টার বলেন, দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেরিত চিঠিতে উপজেলা আওয়ামী লীগের সম্পাদকের পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান রফিক বলেন, বাসাইল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম