ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাড়ে ৫ লাখ টাকা আত্মসাৎ, সাবেক আ’লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

প্রতারণা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলার পাকশিমুল ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ওরফে কাছম আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাকশিমুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোবারক বলেন, প্রতারণার মামলায় আবুল কাশেম ওরফে কাছম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আজ বুধবার তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পাকশিমুল এলাকার বাসিন্দা আবুল কাশেম ও জুলহাস আমিন পাশাপাশি বাড়ির লোক। আবুল কাশেম তার ছেলে মিলন মিয়ার মাধ্যমে জুলহাস আমিনকে সৌদি আরবে পাঠানোর কথা বলে সাড়ে পাঁচ লাখ টাকা নেন। পরে ভিসা না দিয়ে টাকা আত্মসাৎ করেন আবুল কাশেম। এ ঘটনায় জুলহাস আমিন ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে পুলিশের তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হলে আদালত আবুল কাশেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা মূলে আবুল কাশেমকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস