নোয়াখালীতে মাদরাসাছাত্রী নিখোঁজ, থানায় জিডি
প্রতীকী ছবি
নোয়াখালীর চাটখিলে মাইসা আক্তার প্রীতি (১৪) নামে এক মাদরাসাছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের আলী আহম্মদের মেয়ে।
এ ঘটনায় শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রীর মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি জিডিতে উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় ফয়জুন নেছা মহিলা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সকালে মাদরাসায় যাওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে।
জিডি সূত্রে জানা যায়, খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের সুনার বাড়ির আলী অহম্মদের মেয়ে প্রীতি প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মাদরাসার উদ্দেশ্যে বেরিয়ে যায় কিন্তু বিকেলে মাদরাসা থেকে ফিরে না আসায় তার মা মাদরাসায় যান। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও মেয়েকে না পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
মাদরাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মো. নুরুল হুদা বলেন, বৃহস্পতিবার দাখিলের অষ্টম শ্রেণির কোনো ক্লাস ছিল না। তাই ওই ছাত্রী সেদিন মাদরাসায় আসেনি। এছাড়া মাদরাসার সিসি ক্যামেরায়ও তার আসার কোনো দৃশ্য পাওয়া যায়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।
ইকবাল হোসেন মজনু/এমআরআর