ব্রাহ্মণবাড়িয়ায় সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত না হলে রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন সংগঠন। শনিবার (২ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব প্রাঙ্গণে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ থেকে মানববন্ধনে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। সাত মাস ধরে ক্ষতিগ্রস্ত স্টেশন সংস্কারের নামে সময়ক্ষেপণ করছেন কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যে কটি ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হয় একই পদ্ধতিতে স্থগিত সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতেরও দাবি জানান তারা।

বক্তারা বলেন, আগামী ৯ অক্টোবর জেলা নাগরিক ফোরাম ঘোষিত আল্টিমেটাম শেষ হবে। যদি এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে স্থগিত ট্রেনগুলোর যাত্রাবিরতি নিশ্চিত না করে তাহলে রেলপথ অবরোধ ছাড়া আর কোনো বিকল্প থাকবেনা।
সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে মানববন্ধনে জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাসির, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যোত নাগ, জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম