ছাগল চুরির অভিযোগে শিক্ষার্থী নির্যাতন, ২১ জনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
দিনাজপুরের হিলিতে ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ২১ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (২ অক্টোবর) এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসার শামীম বলেন, শুক্রবার সকালে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। উপজেলার মোংলা বাজার এলাকায় রাস্তার পাশের একটি ছাগলের সঙ্গে খেলা করতে থাকে। এসময় এলাকাবাসী তাদের চোর সন্দেহে তাড়া দেয়। ভয়ে ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের আটক করে।
পরে স্থানীয় ইউপি সদস্য নাজমুল হোসেনসহ কয়েকজন তাদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করতে থাকেন। নির্যাতনের সে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি নিয়ে যান। ওইদিন সন্ধ্যায় ইউপি সদস্য নাজমুল হোসেন গ্রেফতার করে পুলিশ।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ