স্বামীর সঙ্গে ঝগড়া, সন্তানসহ ট্রেনের নিচে আত্মহত্যা চেষ্টা
ফাইল ছবি
নরসিংদীর ঘোড়াশালে স্বামীর সঙ্গে অভিমান করে কোলের শিশুকে নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক নারী। ট্রেন আসার মুহূর্তেই এক ব্যক্তি জোর করে তাকে রেললাইন থেকে সরিয়ে আনেন।
শনিবার (২ অক্টোবর) সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তার স্বামী রাজধানী ঢাকার উত্তরা এলাকার একটি এক্সপোর্ট-ইমপোর্ট প্রতিষ্ঠানে চাকরি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী তার স্বামী-সন্তানের সঙ্গে রাজধানী ঢাকায় যাওয়ার জন্য স্টেশনটিতে আসেন। ট্রেন আসতে বিলম্ব হওয়ায় তিনি ঢাকায় যেতে চাচ্ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। রাগ করে স্ত্রী-সন্তানকে রেখে বাসে ঢাকায় যাওয়ার উদ্দেশে স্টেশনের বাইরে চলে যান স্বামী। পরে ওই নারী তার সন্তানকে নিয়ে আত্মহত্যার জন্য রেললাইনের ওপর গিয়ে দাঁড়িয়ে থাকেন।
এ সময় পারাবত এক্সপ্রেস ট্রেন ঘোড়াশাল স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটি কাছাকাছি চলে এলেও ওই নারী রেললাইন থেকে সরছিলেন না। আশপাশে মানুষ ডাকলেও তাতে তিনি কর্ণপাত করছিলেন না। স্টেশনে অপেক্ষমাণ এক ব্যক্তি ঝুঁকি নিয়ে ওই নারীকে রেললাইন থেকে সরিয়ে আনেন।
ওই নারীর স্বামী বলেন, অফিসে জরুরি কাজ পড়ে আছে। অফিসে যেতে না পারলে চাকরি থাকবে না। কিন্তু ট্রেন আসতে বিলম্ব হচ্ছিল। এ কারণে আমার স্ত্রী ঢাকা যেতে চাইছিল না। এ নিয়ে কথাকাটাকাটি হয়। পরে তাদের স্টেশনে রেখে আমি বাসে যাওয়ার উদ্যোগ নিই। কিছুক্ষণ পরই শুনি সে আত্মহত্যা করেত গেছে। পরে তাদের বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিই।
ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জাগো নিউজকে জানান, অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া ওই নারী ও শিশুকে উদ্ধারের পর তার স্বামীকে ফোন করে ডেকে আনা হয়। এ সময় জড়ো হওয়া শতাধিক লোক তাদের বুঝিয়ে একসঙ্গে বাড়ি পাঠান।
সঞ্জিত সাহা/এসজে/জেআইএম