১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা পাবে একডোজ টিকা: শিক্ষামন্ত্রী
১২ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীকে করোনার একডোজ টিকা দেওয়ার সুযোগ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একডোজ টিকার জন্য যেকোনো কেন্দ্রে যাওয়া যাবে না। এক্ষেত্রে হয়তোবা শুধু সিটি করপোরেশন অথবা নির্দিষ্ট কিছু কেন্দ্রে টিকা দেওয়া হবে। সেই টিকা কখন এবং কীভাবে দেওয়া হবে সে বিষয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে।
জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মতলব-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জার ওয়াদুদ টিপু।
নজরুল ইসলাম আতিক/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেনীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ৯.৯ ডিগ্রি
- ২ ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের শঙ্কায় জামায়াত প্রার্থীর অভিযোগ
- ৩ চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
- ৪ পোস্টাল ব্যালটে নিবন্ধন করেননি নোয়াখালীর ৭৯% নির্বাচনি কর্মকর্তা
- ৫ হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ