ভারত গেলো আরও ১৭২ টন ৪৯০ কেজি ইলিশ
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত গেলো আরও ১৭২ টন ৪৯০ কেজি ইলিশ। রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় বন্দরের কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার সাইফুর রহমান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, এ বন্দর দিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এক হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বাংলাদেশি ২০ রপ্তানিকারক প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির জন্য চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় আইজিএম (গেটপাস) করেছেন।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, ভারতে ইলিশ রপ্তানির শেষ দিন আজ। রাত ১২ টার পর থেকে ভারতে কোনো ইলিশ রপ্তানি করা যাবে না।

ইলিশ রপ্তানিকারক বিশ্বাস ট্রেডার্সের মালিক নূরুল আমিন বিশ্বাস বলেন, এবার ভারতে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার কথা ছিল। কিন্তু বাজারে ইলিশ সংকট থাকায় আপাতত বন্ধ সেটি থাকছে।
শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, দুর্গাপূজায় এ বছর ১১৫ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে চার হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে।
মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
- ৩ ধামরাইয়ে বেড়াতে যাওয়া নারীকে ‘ধর্ষণকাণ্ড’, যা জানা গেলো
- ৪ ধানের শীষকে হারিয়ে তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর
- ৫ আমি হাঁস চেয়েছিলাম, আল্লাহর রহমতে পেয়েছি: রুমিন ফারহানা