ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় অটোভ্যানচাপায় বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৪ অক্টোবর ২০২১

পাবনার ভাঙ্গুড়ায় শ্যালো ইঞ্জিন চালিত অটোভ্যানচাপায় (করিমন) নুরজাহান বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন।

সোমবার (৪ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার নতুনপাড়া গ্রামের আবুল প্রামাণিকের স্ত্রী।

নিহতের ছেলে শামীম হোসেন বলেন, আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি অটো ভ্যানের নিচে তিনি পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান বলেন, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এএসএম