মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে যুবক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলে চালানো শিখতে গিয়ে বিপ্লব শেখ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব শেখ উপজেলার বরাশুর উত্তরপাড়া গ্রামের হেমায়েত হোসেন (হিমু) শেখের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবু নাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক বলেন, মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের ওপর হেলমেট ছাড়া ওই যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ফেটে যায় তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেদী হাসান/আরএইচ/এএসএম