ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক কমিটিতেই ১৭ বছর পার

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৬ অক্টোবর ২০২১

সতেরো বছর ধরে এক কমিটি দিয়েই চলছে শরীয়তপুর জেলা যুবলীগ। নেতৃত্বের পরিবর্তন না হওয়ায় যোগ্য অনেক সাবেক ছাত্রলীগ নেতা যুবলীগের কোনো পদ পাননি। এতে করে বঞ্চিত ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করেছে।

দলীয় একাধিক সূত্র জানায়, ২০০৫ সালে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পর এমএম জাহাঙ্গীরকে সভাপতি ও নুহুন মাদবরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তিন বছর পর নতুন কমিটি গঠনের কথা থাকলেও বছর বছর বর্ধিত সভা করে দিন পার করছে বর্তমান কমিটি। সর্বশেষ চার বছর পর মঙ্গলবার (৫ অক্টোবর) বর্ধিত সভা হয়। অথচ এ সময়ের মধ্যে জেলা ছাত্রলীগের দুটি কমিটি পরিবর্তন হয়েছে।

শরীয়তপুর সরকারি কলেজের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন মাদবর বলেন, ২০১৩ সালে শরীয়তপুর কলেজ ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর যুবলীগের সম্মেলন আর হয়নি। ১৭ বছর ধরে শরীয়তপুর জেলা যুবলীগের কমিটি হচ্ছে না। এতে করে ত্যাগী নেতারা মূল্যায়ন পাচ্ছেন না।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান পাহাড় জাগো নিউজকে বলেন, আমি ছাত্রলীগের যে কমিটিতে ছিলাম সেটি ২০১৫ সালে ভেঙে দেওয়া হয়। এরপর যুবলীগের সম্মেলন হয়নি। গত ছয় বছর ধরে আমি পদ বঞ্চিত। আমরা চাই জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা হোক। এতে ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে।

শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন বলেন, আমার বাবা অ্যাডভোকেট হাবীবুর রহমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি ছাত্রলীগের রাজনীতি করেছি। কিন্তু যুবলীগের কমিটি না হওয়ায় পদ থেকে বঞ্চিত হচ্ছি।

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর জাগো নিউজকে বলেন, গত পাঁচ বছর ধরেই আমরা কমিটি দিতে চাচ্ছি। কমিটি করার সময় আসলে বিভিন্ন জটিলতার কারণে এবং করোনার কারণে কমিটি করা হয়নি। কেন্দ্রীয় কমিটি শরীয়তপুর জেলা কমিটি করতে চাইলে আমরা প্রস্তুত আছি।

মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস