ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কানে ইয়ারফোন, ট্রেনে কাটা পড়ে মারা গেলেন যুবক

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:২১ পিএম, ০৭ অক্টোবর ২০২১

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বাসিন্দা।

নিহতের ভাতিজা আবু রায়হান জানান, তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলেন। সকালে আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে বাসটিতে ত্রুটি দেখা দেয়। এসময় সাব্বির হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর যায়। ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরিফ উর রহমান টগর/ এফআরএম/জিকেএস