ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টুঙ্গিপাড়ায় ২৬ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৭ অক্টোবর ২০২১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবীর শিকদার নামের ওয়ারেন্টভুক্ত ২৬ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার দক্ষিণ কুশলী গ্রামের ফাইজুল শিকদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক অস্ত্র ও চুরিসহ মোট ২৬টি মামলা রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, নবীর শিকদারের বিরুদ্ধে মাদক, অস্ত্র, চুরিসহ মোট ২৬টি মামলা আদালতে বিচারাধীন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

মেহেদি হাসান/এসআর