জামিনে কারামুক্ত হলেন নাসিক কাউন্সিলর ইকবাল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন সাড়ে ছয় মাস পর জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) উচ্চ আদালত তাকে জামিনের নির্দেশ দিলে সন্ধ্যায় তিনি নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. মনির হোসেন।
এর আগে বুধবার (৭ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিনের আদেশ দেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার অভিযোগে করা দুটি মামলায় কারাগারে ছিলেন কাউন্সিলর ইকবাল হোসেন। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার অভিযোগে করা মামলায় গত ২৮ মার্চ নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন র্যাব-১১ সদস্যরা।
এস কে শাওন/এসআর/জেআইএম