বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
ফাইল ছবি
দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে স্রোতে তলিয়ে গিয়ে বাঁধন আকদ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী পৌর এলাকার দণি কষ্ণপুর ছোট যমুনা নদীর মাদরাসা ঘাট থেকে থেকে ২ কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ওই ঘাটে তীব্র স্রোতে তলিয়ে যায় ওই কলেজছাত্র।
নিহত বাঁধন আকদ উপজেলার দণি কৃষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দর ছেলে এবং ফুলবাড়ী বিএম ইন্সটিটিউটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, দুপুরে কলেজ থেকে বাড়িতে ফিরে কয়েক বন্ধু মিলে ছোট যমুনা নদীর মাদরাসা ঘাট এলাকায় গোসল করতে নামে। এর কিছুক্ষণ পর তীব্র স্রোতে বাঁধন তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও উপজেলা ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে। বিকেলে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এমদাদুল হক মিলন/ এফআরএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ