ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০২:২২ পিএম, ০৮ অক্টোবর ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে নানার বাড়ি বেড়াতে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কালনী নদী থেকে ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে কালনী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

শিশু সুমাইয়া সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

খোজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে সুমাইয়া স্থানীয় শিশুদের সঙ্গে নানার বাড়ির পাশে কালনী নদীতে গোসল করতে যায়। সবাই গোসল শেষে পাড়ে উঠে সুমাইয়াকে দেখতে না পেয়ে বাড়িতে জানায়। পরে পরিবারের সবাই পানিতে নেমে সুমাইয়াকে খুঁজতে থাকে। খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে নদীর গভীরতা বেশি এবং রাত হয়ে যাওয়ায় শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয় তারা। পরে শুক্রবার দুপুরের দিকে সুমাইয়ার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

লিপসন আহমেদ/ এফআরএম/জিকেএস