ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে ভারতীয় শাড়ি-ট্যাবলেটসহ যুবক আটক

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৮ অক্টোবর ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ লাখ দুই হাজার ব্যথানাশক ট্যাবলেট ও ৯৭ ভারতীয় শাড়িসহ মো. নাজিম মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. নাজিম মিয়া সিলেটের জয়িন্তাপুর উপজেলার উপশ্যামপুর এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।

jagonews24

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় সন্দেহজনক একটি পিকআপ তল্লাশি চালিয়ে পাঁচ লাখ দুই হাজার ব্যথানাশক ট্যাবলেট ও ৯৭ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের দাম প্রায় ২৯ লাখ ১০ হাজার টাকা।

এ বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, জব্দকৃত মালামালসহ আটক যুবককে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এএসএম