ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে ১৩ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৮ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকা থেকে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে জেলা বন কর্মকর্তার কাছে প্রাণীটি হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে গলাচিপা রুপার বাড়ির সামনে তক্ষকটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান তক্ষক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গলাচিপা রুপার বাড়ির সামনে খোলা মাঠে বেশ কিছু কিশোর খেলা করছিল। এ সময় পাশের একটি ঝোপ থেকে তক্ষকটি বেরিয়ে আসে। পরে কিশোররা এটি ধরে ফেলে। পুলিশ সংবাদ পেয়ে তক্ষকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার তক্ষকটি ১৩ ইঞ্চি লম্বা। প্রাণীটিকে জেলা বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর/এএসএম