ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্ত আকাশে উড়লো ১০৩ সাদা বক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০১:১৭ পিএম, ১০ অক্টোবর ২০২১

কক্সবাজারের উখিয়াতে দুষ্কৃতিকারীদের পাতা ফাঁদ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১১৭টি সাদা বক। এর মধ্যে ১০৩টি বক অবমুক্ত করা হয়েছে। বাকি ১৪টি সাদা বক অসুস্থ হওয়ায় চিকিৎসা চলছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব সাদা বক উদ্ধার করা হয়। সন্ধ্যার আগেই ১০৩টি সাদা বক আকাশে অবমুক্ত করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

বনবিভাগ সূত্র জানায়, স্থানীয় কিছু অসাধু পাখি ব্যবসায়ীদের পাতা ফাঁদে এসব বক আটকা পড়ে। খবর পেয়ে উখিয়া সদর বিট ও মাশকারিয়া বিটের মাঝামাঝি স্থান থেকে এই বকগুলো উদ্ধার করা হয়। উদ্ধার ১১৭টি বকের মধ্যে ১০৩টি সাদা বক সুস্থ থাকলেও বাকিগুলো অসুস্থ অবস্থায় ছিল। পরে সুস্থ বকগুলো অবমুক্ত করা হয়। বাকি সাদা বকগুলোর চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পরই ওই বকগুলোকে উপজেলা প্রাঙ্গণে অবমুক্ত করা হবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, পাকপাখালি প্রকৃতির প্রাণ। সাদা বক সুষ্ঠু চাষাবাদে ভূমিকা রাখে। কক্সবাজারের উখিয়াসহ উপকূলে এলাকায় কিছু অসাধু পাখি ব্যবসায়ী আছে যারা এই সাদা বক ধরেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সভাপতি ফজলুল কাদের চৌধুরী জানান, প্রকৃতিকে সুরক্ষিত রাখতে বনবিভাগের এ কাজটি প্রশংসনীয়। সেই সঙ্গে যারা প্রকৃতিকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান তিনি।

অভিযানে অংশ নেন ওয়ালাপালং বিট কর্মকর্তা বজলুর রশিদ, উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুর রশিদ, হেডম্যান, ইআরডি টিমের সদস্যরা।

সায়ীদ আলমগীর/এফআরএম/জেআইএম