ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৯:৪১ এএম, ১১ অক্টোবর ২০২১

মানিকগঞ্জে এক সবজি ব্যবসায়ীর হাত-পা বাঁধা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮ টায় সদর উপজেলার বেতিলা তোরদেনা এলাকা থেকে রবিন মিয়া (২২) নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রবিন সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কলাসী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

ইজিবাইক চালক হিরণ মিয়া জানান, রোববার (১০ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে তার ইজিবাইকে করে রবিন মানিকগঞ্জ সবজি আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় রাস্তায় বাঁশ ফেলে ৮/১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।এসময় তাদের কাছ থেকে টাকা পয়সা ও ইজিবাইক ছিনিয়ে নেওয়া হয়। এরপর দুজনকে দুদিকে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাতের কারণে জ্ঞান হারান হিরণ। জ্ঞান ফেরার পর ব্যবসায়ী রবিনের হাত পা বাঁধা ও বিবস্ত্র মরদেহ দেখতে পান তিনি।পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বি.এম খোরশেদ/এফআরএম/জেআইএম