দুর্গাপূজার আনন্দ উপভোগ করা হলো না কনস্টেবল বিমলের
পরিবারের সঙ্গে দুর্গাপূজার আনন্দ উপভোগ করা হলো না নোয়াখালীর চাটখিল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল বিমল জ্যোতি ত্রিপুরার।
রোববার (১০ অক্টোবর) রাত পৌনে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১০ দিনের ছুটি নিয়ে নিজ বাড়ি খাগড়াছড়িতে গিয়েছিলেন তিনি।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম কনস্টেবল বিমল জ্যোতি ত্রিপুরার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, পরিবারের সঙ্গে পূজা উদযাপনের জন্য কনস্টেবল বিমল জ্যোতি ত্রিপুরা ১০ দিনের ছুটিতে নিজ বাড়ি খাগড়াছড়িতে যান। সেখানে মাত্রাতিরিক্ত জ্বর হলে পরিবারের সদস্যরা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করান। তারপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রোববার রাত পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা