ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্দি ৭০০ পাখি আকাশে অবমুক্ত করলেন ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১১ অক্টোবর ২০২১

নাটোরের গুরুদাসপুরে শিকার করা ৭০০ পাখি আকাশে অবমুক্ত করে দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। পাখিগুলো শিকার করে বিক্রির জন্য ট্রাকে করে ঢাকায় পাঠানো হচ্ছিল।

রোববার (১০ অক্টোবর) পাখিগুলো অবমুক্ত করে দেন গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধন। শিকার করা পাখির মধ্যে বুনো বক, ঘুঘু ও বালিহাঁস রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন অসাধু ব্যক্তি পাখিগুলো শিকার করে উপজেলার মশিন্দা ইউনিয়ন থেকে ট্রাকে করে ঢাকায় বিক্রির জন্য পাঠাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন ঘটনাস্থলে গিয়ে পাখিগুলোকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর প্রায় ৭০০ পাখি আকাশে অবমুক্ত করে দেন। এ সময় ঘটনাস্থলে ট্রাক মালিককে পাওয়া যায়নি।

এ সময় অন্যদের মধ্যে নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাজমুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ছাত্রলীগের নেততাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন বলেন, শীত আসার ঠিক আগে চলনবিলসহ বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে পরিযায়ী পাখি ধরার মহোৎসব চলে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দেশীয় পাখিসহ পরিযায়ী পাখির সংখ্যা কমে যাচ্ছে। প্রচলিত আইনে পাখি শিকার দণ্ডনীয় অপরাধ জেনেও এক শ্রেণির অসাধু ব্যক্তিরা প্রতিনিয়ত পাখি শিকার করে চলেছেন।

তিনি বলেন, রোববার সন্ধায় মশিন্দা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা খবর দেওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি পাখিগুলোকে আকাশে উড়িয়ে দেওয়া হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, অবৈধভাবে পাখি শিকারের তথ্য পাওয়া গেলে শিকারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম