বিয়ের সাতদিনের মাথায় নববধূর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নোয়াখালীর চাটখিলে বিয়ের সাত দিনের মাথায় পলি আক্তার (২১) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে ওই নববধূর শ্বশুরবাড়ি রামনারায়নপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁনমিয়া চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ অক্টোবর) পারিবারিকভাবে রামনারায়নপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের (৪২) সঙ্গে পলির বিয়ে হয়। বরের বয়স বেশি হওয়ায় পলির এ বিয়েতে মত ছিল না।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ওই নববধূর মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/ইউএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা