তৃতীয় শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের জেল
হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মো. মিয়াদ মিয়া (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মিয়াদ মিয়া উপজেলার ঝিলকি গ্রামের গউস মিয়ার ছেলে।
ইউএনও শেখ মহি উদ্দিন বলেন, মিয়াদ মিয়া নামে ওই যুবক স্থানীয় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। পরে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও আরও বলেন, ইভটিজিং রোধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইউএইচ/এমএস