উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধর, অবরুদ্ধ পরিবার
উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিরাজগঞ্জের তাড়াশে এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করায় যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে স্কুলছাত্রীর পরিবারকে অবরুদ্ধ করে রাখেন তারা।
খবর পেয়ে রোববার (১০ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া সরিয়ে দেয় পুলিশ।
ভুক্তভোগী পরিবার জানায়, ৫ অক্টোবর ব্যাটারিচালিত ভ্যানে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল ওই স্কুলছাত্রী। পথে ভ্যান থেকে নামিয়ে তাকে উত্ত্যক্ত করতে থাকে ওই তিন যুবক। এ সময় প্রতিবাদ জানালে তাকে প্রকাশ্যে মারধর করেন তারা।
ঘটনার দিন রাতে তার বাবা থানায় গিয়ে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন (২০) ও পলানের ছেলে নাজমুল হকের (২০) বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
এতে ক্ষুব্ধ হয়ে ৯ অক্টোবর রাতে ওই তিন অভিযুক্ত স্কুলছাত্রীর বাড়িতে বাঁশের বেড়া দিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখে। রোববার (১০ অক্টোবর) দুপুরের দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাঁশের বেড়া কেটে চলাচলের রাস্তা উন্মুক্ত করে। তবে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে দাবি পুলিশের।
আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ওই ছাত্রীকে এর আগেও আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করেছে নয়ন, রুবেল ও নাজমুল। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীর পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধও করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, অবরুদ্ধ করার খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে বাঁশের বেড়া কেটে দেওয়া হয়েছে। ওই ছাত্রীর পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছে। তাদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে