তাড়াশে বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিলনাদো গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের বাশি আকন্দের স্ত্রী মর্জিনা খাতুন (৫০) ও দেছের আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৩০)। সম্পর্কে তারা চাচি ও ভাতিজা।
উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাষক এম. আতিকুল ইসলাম বুলবুল জানান, কয়েকদিন আগে দেছের আকন্দ ও বাশি আকন্দ বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। সেটি অনুমোদন হলে ওই বাড়িতে পল্লীবিদ্যুৎ অফিসের লোকজন সংযোগ দিতে যান। কিন্তু প্রতিবেশী আবুল কাশেম তার বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার নিতে বাধা দেন। পরে বিকল্প পথে বাড়িতে বিদ্যুৎ নিতে সিমেন্টের খুঁটি পোতার সময় মর্জিনা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। ভাতিজা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে দুইজনই মারা যান। পরে স্বজনরা তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে মরদেহ উদ্ধার করেন।
তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ উদ্দিন খাঁন জানান, বিষয়টি তিনি শুনেছেন। খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে