ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্ত আকাশে উড়লো ১০১ পাখি, তিন শিকারির দণ্ড

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১১ অক্টোবর ২০২১

নাটোরের চলনবিলে তিন পাখি শিকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুল হাসন এ আদেশ দেন।

আটকরা হলেন- তাড়াশ উপজেলার পলাশী গ্রামের শাহাদৎ হোসেন (৪০), মহাতাব প্রামাণিক (৪৫) ও দিঘরিয়া গ্রামের নাজমুল ইসলাম (৩৫)। তাদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত।

jagonews24

পরে চলনবিল গেট এলাকার তাদের কাছ থেকে উদ্ধার বিভিন্ন প্রজাতির ১০১ পাখি অবমুক্ত করা হয়।

jagonews24

এ সময় চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, সাংবাদিক ও পরিবেশকর্মী জুলহাস কায়েম, খান মো. শারফুল ইসলাম খোকন, জুবায়ের হক, আবু বকর সিদ্দিক, আবু কাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, কিছু লোভী শিকারি বিলের ধানক্ষেতে পাখি শিকারে মেতে উঠেছেন। সোমবার ভোরে চলনবিলের বিয়াস ও ঠেঙ্গাপাকুরিয়া থেকে শতাধিক পাখিসহ তিনজনকে আটক করা হয়। ধ্বংস করা হয় পাঁচটি কিল্লাঘর।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম