টাঙ্গাইলে প্রথম নারী উপজেলা চেয়ারম্যান হচ্ছেন নার্গিস
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নার্গিস বেগম। টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে এ প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন কোনো নারী।
সোমবার (১১ অক্টোবর) যাচাই-বাছাই শেষে একমাত্র প্রার্থী নার্গিস বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।
এর আগে শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নার্গিস বেগম ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
নার্গিস বেগম ভূঞাপুর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান আবদুল হালিমের স্ত্রী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই আবদুল হালিম মারা যান। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২ নভেম্বর নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল।
নার্গিস বেগম ভূঞাপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং ভূঞাপুর লোকমান ফকির ডিগ্রি কলেজের শিক্ষক।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন একমাত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে পরদিন তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম