ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রাণনাশের ভয় দেখিয়ে কারখানার বাথরুমে নারীকর্মীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:০০ পিএম, ১১ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী পোশাক কারখানার বাথরুমে এক নারীকে (২৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১১ অক্টোবর) দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন ওই নারী।

মামলার এজাহারে বলা হয়, নওগাঁর আত্রাই উপজেলার মধুগুরনই গ্রামের আবদুল লতিফের ছেলে রুবেল অবন্তী কালার টেক্সটাইলে চাকরি করেন। একই কারখানার কাজ করেন ওই নারী পরিছন্নতাকর্মী। রোববার বাথরুম পরিষ্কার করার সময় একা পেয়ে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যান রুবেল।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএইচ/এএসএম