চাটখিলে বাসচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
নোয়াখালীর চাটখিলে বাসচাপায় ফাহিমুল হাসান অমিত (১৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ডাক বাংলো সংলগ্ন নুরুল আমিনের পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত অমিত হোসেন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মির্জাপুর নোয়াবাড়ির মো. নাছির হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।
তিনি বলেন, জননী বাসের (চাঁদপুর-জ-১১-০০৩) সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক অমিতকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত একই এলাকার মো. হানিফের ছেলে মিলন (১৫) ও আমিরের ছেলে শাওনকে (১৪) চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১২ অক্টোবর) নোয়াখালী জেনারেল হাসপাতাল পাঠানো হবে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
ইকবাল হোসেন মজনু/এআরএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা