নোয়াখালী কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি
নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে বদিউল আলম (৭৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেল সুপার ফণী ভূষণ দেবনাথ।
তিনি বলেন, সোমবার দিনগত রাত ১টার দিকে কারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বদিউল আলমকে নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠানো হয়। সেখানে রাত দেড়টার দিকে কর্তব্যরতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে বদিউল আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেল সুপার।
বদিউল আলম সেনবাগ থানার বীরকোট গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। ২৫ সেপ্টেম্বর সেনবাগ থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে কারাগারে পাঠান আদালত।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা