ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুরির মাল ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়া, গুলিতে যুবক আহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০১:১৩ পিএম, ১২ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির মালামাল ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে গুলিতে আহত হয়েছেন মো. নুর নবী (৩৫) নামের এক যুবক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাতে চোর চক্রের সদস্য সাহেব আলীর সঙ্গে চোরাই মালামালের ভাগবাটোয়ারা নিয়ে নুর নবীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর নবী সাহেব আলীকে দা দিয়ে আঘাত করে। এ সময় সাহেব আলীর কাছে থাকা অস্ত্র দিয়ে নুর নবীকে গুলি করে পালিয়ে যান।

পুলিশের দাবি, সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত মনোয়ারা জুট মিলস থেকে একটি চক্র দীর্ঘ দিন যাবত মালামাল চুরি করে আসছিল। ১৩ সেপ্টেম্বর রাতে ওই মিলের মালামাল চুরির সময় পুলিশের ওপর হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলায় গুলিবিদ্ধ নুর নবী ও সাহেব আলী পলাতক আসামি।

আটিগ্রামের বাসিন্দা ফারুক হোসেন জানান, গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান। পরে আশপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারেন চুরির মালামাল ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে বলেন, আটিগ্রামে গুলিতে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যুবকের নুর নবীর খালু আবদুর রহমান বলেন, কীভাবে সে গুলিবিদ্ধ হলো তা আমার জানা নেই। জ্ঞান ফিরলে বিষয়টা জানা যাবে।

এস কে শাওন/এসজে/জিকেএস