পাটুরিয়ায় যানবাহনের ভিড়, ভোগান্তি যাত্রীদের
শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধের প্রভাব ও দুর্গাপূজার কারণে যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। ঘাট এলাকায় আটকে আছে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অসংখ্য ছোট-বড় গাড়ি। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হলেও আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক, দুই শতাধিক ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। আটকেপড়া এসব যানবাহনের যাত্রী ও শ্রমিকরা চরম দুর্ভোগের শিকার হন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচাঘাটের ডিজিএম জিল্লুর রহমান জানান, ছোট-বড় ১৮ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে যানবাহনের চাপ পড়েছে। তবে পারাপারে যাত্রীবাহী যানবাহনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম