ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১২ অক্টোবর ২০২১

ফরিদপুরে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার নগরকান্দা উপজেলার কালিখোলা গোপালপুর বাজার এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সানোয়ার প্রামানিককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুইশ ইয়াবাও জব্দ করা হয়। সানোয়ারের বিরুদ্ধে এর আগেই ৭টি মাদক মামলা ও একটি চুরির মামলা রয়েছে।

jagonews24

সানোয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মো. লিটন সিপাই (২২), দেলোয়ার প্রামানিক (৩২), আরিফ প্রামানিক (২০), নাজমুল মোল্যা (২৫), সাকিল মোল্যা (২২), আলামিন শেখকে (২৭) গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এন কে বি নয়ন/ইউএইচ/এএসএম