বিয়ের পরও গৃহবধূকে ধর্ষণ, সাবেক প্রেমিকের বিরুদ্ধে মামলা
প্রতীকী ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে আগে ধারণ করা ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে (২১) বিয়ের পর আবার ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে কথিত প্রেমিক দেলোয়ার হোসেন ওরফে আরিফকে (২১) আসামি করে পর্নোগ্রাফি ও ধর্ষণ আইনে মামলা করেছেন।
আসামি দেলোয়ার হোসেন ওরফে আরিফ সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ওই নারীর সঙ্গে আসামি আরিফের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে তিনি ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে তা মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরে তার অন্য ছেলের সঙ্গে বিয়ে হয় যায়। বিয়ের পরও আরিফ আগের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ফের ধর্ষণ করেন। পরে ওই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেন।
আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসপি শহীদুল ইসলাম।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা