চাটখিলে দুই কাউন্সিলর প্রার্থীর জরিমানা
নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘণের দায়ে শাহ আলম ও সামছুল আলম নামের দু’কাউন্সিলর প্রার্থীকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে উপজেলা নিবার্হী অফিসার আবরাউল হাসান মজুমদার ও নির্বাচনে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহ আলম (ব্ল্যাক বোর্ড) ও সামছুল আলমকে (টেবিল ল্যাম্প) নির্বাচনী প্রচারণার সময় দুটি করে মাইকিং ব্যবহার করায় তাদের এ জরিমানা করা হয়। পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় কাউন্সিলর প্রার্থীকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকার জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সর্তক করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার আবরাউল হাসান মজুমদার জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ