নরসিংদীতে সকল প্রার্থীকে নিয়ে মত বিনিময় সভা
নরসিংদীতে তিন পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আমেনা বেগম, রিটার্নিং অফিসার সুরাইয়া বেগম, জেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামসহ তিন পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।
এসময় নরসিংদী, মাধবদী ও মনোহরদী পৌরসভার ১৫ জন মেয়র, ১১৪ জন কাউন্সিলর ও ৩৬ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সঞ্জিত সাহা/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার