নারায়ণগঞ্জে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জুবায়ের আহমেদ (১৮) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চাষাঢ়া মেডিনোভার পাশের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের কাতার প্রবাসী আমজাদের ছেলে এবং ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা।
এর আগে জুবায়েরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, তার পেটে ও হাতে কোপানো হয়েছে। পেটের আঘাতটা গুরুতর ছিল। সে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে ব্যবসা করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।
এসজে/জেআইএম