ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি: বুলু

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৫:৪৪ এএম, ১৫ অক্টোবর ২০২১

বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বুলু বলেন, সরকারের উচিত খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা।

এ সময় বিএনপির আরেক ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও নির্বাহী কমিটির সদস্য হাবিবুল ইসলাম হাবিব, বিএনপি নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ জেলা ও উপজেলার নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে বরকত উল্লাহ বুলুসহ বিএনপি নেতৃবৃন্দ মির্জাপুরে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপি নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, বিএনপি নেতা আব্দুল কাদের শিকদার, অ্যাডভোকেট আব্দুর রউফসহ নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।

 jagonews24

সন্ধ্যায় তারা বজরা নৌকায় লৌহজং নদী পার হয়ে মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপে পৌঁছালে সেখানে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাদের স্বাগত জানান।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ফুলের তোড়া রাজীব প্রসাদ সাহার হাতে তুলে দেন। পরে তারা দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে আরতি উপভোগ করেন।

এস এম এরশাদ/ইএ