আখাউড়ায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়েশা (৭) ও সাদ (৫) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়েশা ও সাদ ওই গ্রামের আজাদ ভূইয়ার সন্তান।
মৃতের স্বজনরা জানান, আয়েশা, সাদ ও তাদের আরেক ভাই বাড়ির সামনে খেলছিল। দুপুর পৌনে ১২টার দিকে তারা বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায়। আয়েশা ও সাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তাদের আরেক ভাই বেঁচে যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল ভূইয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল হাসনাত মো. রাফি/ইউএইচ/এএসএম