ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোংলায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৪:২৩ এএম, ১৭ অক্টোবর ২০২১

বাগেরহাটের মোংলায় তিন কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে জব্দ মাদক দ্রব্যসহ ওই দুইজনকে মোংলা থানায় হস্তান্তর করা হলে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখানো হয়।

খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং দল শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। অভিযানকারীরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের বাসিন্দা রেক্সনা বেগমের (৪১) ঘরে তল্লাশি চালিয়ে ড্রামের ভেতরে রাখা তিন কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় মাদক কারবারি রেক্সনা বেগমকে আটক করা হয়।

অপরদিকে একই রেইডিং দল ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেখ বাড়ির বাসিন্দা জাহিদুল ইসলামের (২৬) ঘরে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে উভয়কেই গাঁজাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

মো. এরশাদ হোসেন রনি/এমআরআর