২৫ হাজারে বিক্রি হবে ৩২ কেজির বাঘাইড়
কিশোরগঞ্জের ভৈরবে আবেদীন মৎস্য আড়তে উঠলো ৩২ কেজি ওজনের বাঘাইড়। বাজারে বিক্রির জন্য আসা বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছে।
রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের আজমেরিগঞ্জ থেকে এক ব্যবসায়ী মাছটি ভৈরবের পুলতাকান্দার এ মৎস্য আড়তে নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাছটি বিক্রি হয়নি। তবে আড়ৎদার প্রতি কেজি ৮০০ টাকা ধরে মাছটি ২৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করতে চান।
আবেদীন মৎস্য আড়তের কর্মচারী মো. ফরিদ মিয়া জানান, হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গা থেকে দেশিয় বিভিন্ন প্রজাতির মাছ আড়তে নিয়ে আসেন ব্যবসায়ীরা। কেজি প্রতি ৭৫০ টাকা দাম উঠলেও ৮০০ টাকায় বিক্রি করতে চান তিনি।
জেলেদের কাছ থেকে মাছটি নিয়ে আসার নৌকার মাঝি মো. কবির মিয়া তিনি বলেন, প্রতিদিনই বিভিন্ন প্রজাতির মাছ বিক্রির এ আড়তে নিয়ে আসা হয়। জেলেদের কাছ থেকে মাছটি কিনে বেশি দামে বিক্রির জন্য এখানে নিয়ে আসি।
আরএইচ/জিকেএস