সাংবাদিক সজিবের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের মুক্তারপুরে নদীতে পড়ে নিখোঁজ সাংবাদিক আওরঙ্গজেব সজিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে তার লাশ নয়াগাওস্থ ধলেশ্বরী নদীর পার থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত সাংবাদিক সজিবের সহকর্মী সৈয়দ সোহেল জানান, পরনের শার্ট, চেহেরার ধরন দেখে মন হচ্ছে লাশটি সজিবের।
গত রোববার ঢাকার সদরঘাট থেকে চাদঁপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘তাকওয়া’ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হন আওরঙ্গজেব সজিব।
গত সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার সদরঘাট নৌফায়ার সার্ভিসের ডুবুরিদল দিনভর মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর তীরে অবস্থান করলেও স্থান নির্ধারণ করতে না পারায় তল্লাসি কার্যক্রম চালাতে পারেনি।
উল্লেখ্য, আওরঙ্গজেব সজীব অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ও টিভি চ্যানেল বাংলাভিশনের ঢাকা মেডিকেল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকায়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে রাজধানীর লালবাগ এলাকায় থাকতেন।
এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার