ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিপক্ষের সবার জামিন হলেও আমার অনুসারীরা জেলে: কাদের মির্জা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১২:২৬ পিএম, ২০ অক্টোবর ২০২১

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন আমার সব ছেলের (দলীয় কর্মী) জামিন তিনি করাবেন। কিন্তু তিনি একটি কথাও রাখেননি। তিনি মিথ্যুক, প্রতারক ও বিশ্বাস ঘাতক।

বুধবার (২০ অক্টোবর) সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের নেতা হওয়ার যোগ্য নয় উল্লেখ করে কাদের মির্জা বলেন, তিনি স্ত্রীর কথায় চলেন। তার স্ত্রী আমার প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের সবার জামিন করান আর আমার ছেলেদেরকে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট করাচ্ছেন।

তিনি আরও বলেন, মঙ্গলবারও আমার প্রতিপক্ষ মুছাপুরের চেয়ারম্যান শাহীন জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে। কিন্তু আমার অনুসারী চরকাঁকড়ার চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন বাদলকে মুজাক্কির হত্যা মামলায় জেলে রেখেছে।

এজন্য পিবিআইর তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোস্তাফিজুর রহমানের কঠোর সমালোচনাও করেন কাদের মির্জা।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম