গুলের কৌটায় হেরোইন, স্বামী-স্ত্রী কারাগারে
বগুড়ার আদমদীঘিতে হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিড়ার আদর্শগ্রাম জামে মসজিদ এলাকার বাসিন্দা মামুন নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় গুলের কৌটার মধ্যে বিশেষ কায়দায় হেরোইন ভরে বিক্রিকালে তাকে এবং তার স্ত্রী শাবানাকে হাতে নাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জাগো নিউজকে বলেন, শনিবার আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসজে/এএসএম