নারায়ণগঞ্জে সহিংসতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জে সহিংসতার মামলায় নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৩ অক্টোবর) সকালে শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে প্রেরণ করা হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় হাসান আহমেদকে গ্রেফতার করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে করা হয়। আদালত তার বিরুদ্ধে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া জানান, হাসান আহমেদের জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন থেকে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৯ জেলেকে অপহরণ
- ২ ‘হাসিনা পালালেও যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবো না’
- ৩ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ৪ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৫ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত