ভাইয়ের দোয়া অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো বোনের
ফাইল ছবি
বাগেরহাটের মোল্লাহাট ছোট ভাইয়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেলো বোনের।
রোববার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মোংলা-মাওয়া মহাসড়কের দক্ষিণ গাড়ফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রানী বেগম (৬৫) বেগম খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের রুহুল আমীনের স্ত্রী।
মোল্লাহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের জাগো নিউজকে বলেন, ছোট ভাইয়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠানে আসেন রানী বেগম। রোববার সকালে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে যানবাহনের জন্য দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রানী বেগমকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রানী বেগম মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে তার ভাই আবুল খায়েরের কাছে হস্তান্তর করা হয়।
শওকত আলী বাবু/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান