ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাট জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৫ অক্টোবর ২০২১

জয়পুরহাট জেলা জামায়াতের আমির মো. ফজলুর রহমান সাঈদসহ (৫৮) চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কালাই পৌরসভার তালুকদার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অপর গ্রেফতাররা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু আল্লামা গোলাম কিবরিয়া (৪৩), জেলা কমিটির সদস্য মো. নুরুজ্জামান সরকার (৫৯) ও কালাই উপজেলা জামায়াতের আমির মো. মুনছুর রহমান (৪৫)।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

রাশেদুজ্জামান/আরএইচ/এমএস