নোয়াখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
রোববার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় বসুরহাট করালিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শাহজাদপুর গ্রামের বগাওয়ালা মিস্ত্রী বাড়ির মৃত মতিলাল সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর (৪৫), একই বাড়ির কান্তি কুমার সূত্রধরের মেয়ে চন্দনা রানী সূত্রধর (২১)।
অপরদিকে আহতরা হলেন- নিহত চন্দনার শিশুকন্যা অপর্ণা সূত্রধর (১৮ মাস), তার ভাই বিধান সূত্রধর (১৯), একই বাড়ির পরিমল সূত্রধরের ছেলে শিমুল সূত্রধর (১৭) ও অজ্ঞাত পরিচয়ের সিএনজি চালক (৩৫)।

আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর গুরুতর আহত শিমুলকে ঢাকায়, বিধানকে নোয়াখালী ও সিএনজি অটোরিকশার চালককে ফেনীতে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান খান জানান, সিএনজি অটোরিকশা উদ্ধার ও কাভার্ডভ্যানসহ চালক মো. মাসুম ভূঁইয়াকে (২৯) আটক করা হয়েছে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. ইউসুফের ছেলে।
নিহত নয়ন সূত্রধরের ভাই জয়ন্ত সূত্রধর জানান, চন্দনা রানী সূত্রধরের স্বামীর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ থেকে সিএনজি অটোরিকশা যোগে কোম্পানীগঞ্জের শাহজাদপুর গ্রামে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস